০৬ ই নভেম্বর-২০২৪ ইং, রোজ: রবিবার সকাল ১০ ঘটিকায় শ্যামনগর উপজেলার ভেটখালী ইউনিয়নের কালিঞ্চি গ্রামের পিছিয়েপড়া মুণ্ডা আদিবাসী পাড়ায় রেডিও নলতার বাস্তবায়নে প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইন ল্যাণ্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্্রু কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্প এবং ফ্রি প্রেস আনলিমিটেড,আর্টিকেল নাইনটিন ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তা ও গণমাধ্যম বিষয়ক সমষ্ঠি ফাউণ্ডেশনের কারীগরি সহায়তায় স্থানীয় পিছিয়েপড়া মুণ্ডা আদীবাসিদের জীবন মান উন্নয়ন এর উপর এক সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপ অনুষ্ঠানের এবারের পর্বের মূল বিষয় ছিল আদীবাসিদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষন। এই পর্বের সংলাপ অনুষ্টানের প্রধান আলোচক হিসাবে উপ¯ি’ত ছিলেন,বিধুস্রুভা মণ্ডল, সাবেক অধ্যক্ষ শ্যামনগর ডিগ্রি কলেজ।স্থানীয় ইউপি সদস্য গাজী মো: আব্দুস সালাম।মহিলা সংরক্ষিত ইউপি সদস্য ফাতেমা পারভীন।বিশিষ্ঠ সমাজ সেবক মো: হাবিবুর রহমান।উক্ত সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিছিয়েপড়া আদীবাসি মুণ্ডা জনগোষ্ঠির সাধারণ মানুষ।এসময় আরও উপস্থিত ছিলেন প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইন ল্যাণ্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্্রু কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের ১০ জন ইয়ুথ লিডার যারা এই প্রকল্পের ইয়ুথ লিডার হিসাবে ইতোপূর্বে আদিবাসীদের পিছিয়ে পড়ার বিষয়ে বিষয় ভিত্তিক প্রশিক্ষন গ্রহণ করেছেন। উক্ত সংলাপ অনুষ্ঠানে আদিবাসীরা তাদের ভাষা, শিক্ষা ও সংস্কৃতির নানা সমস্যার কথা তুলে ধরেন। অতিথিবৃন্দ পিছিয়েপড়া মুণ্ডা আদিবাসীদের ভাষা,শিক্ষা সংস্কৃতির নানা তথ্য উপাত্ত, ভাষা ও সংস্কৃতির কার্যক্রম সংরক্ষন ও করণীয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়। উক্ত সংলাপ অনুষ্ঠানটি পরিচালনা করেন,রেডিও নলতার সহকারি স্টেশন ম্যানেজার মো: মামুন হোসেন এসময় আরও উপস্থিত ছিলেন,রেডিও নলতার টেকনিক্যাল অফিসার সাব্বির হোসাইন। অনুষ্ঠান উপস্থাপক আব্দুস সালাম ও ইয়াসিন ইমতিয়াজ । অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথীরা দাতা সংস্থা এবং রেডিও নলতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে এই ধরনের সংলাপ অনুষ্ঠানের আয়োজন অব্যাহত রাখার পরামর্শ দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।