সাতক্ষীরা সন্ধ্যা ৬:৫৩ রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
  • ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ২০শে শাবান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত

    mir khairul alam
    ফেব্রুয়ারি ২, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
    Link Copied!

    দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারিয়া আফরিন মিম (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলি চালক মনিরুল ইসলাম মুন্নাকে স্থানীয়রা আটক করেছে পুলিশে দেয়। মারিয়া আফরিন মিম দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও দেবহাটা উপজেলার কালবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। নিহত শিশুর পরিবার অত্যান্ত গরীব হওয়ায় এবং তাদের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে। একই সাথে ট্রলি চালক সমিতির পক্ষ থেকে ওই পরিবারকে আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে বলে জানতে পেরেছি। দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, মিম তার বান্ধবীদের সাথে স্কুলে আসছিল। এসময় ইটবহন করা একটি ট্রলি স্কুলের সামনে তাকে চাঁপা দেয়। ঘটনাস্থলে সে মারা যায়। স্থানীয়রা ট্রলি চালককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের পরিবারের সাথে কথা বললে তারা ময়না তদন্ত না করার জন্য লিখিত দেয়। এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং শিক্ষার্থী নিহত কেন্দ্র করে বিদ্যালয়ের কর্মসূচি বন্ধ ঘোষনা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।