সাতক্ষীরা রাত ১:৪৯ শুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    পরিবেশবান্ধব গ্যাস কিট উদ্ভাবন করে সাড়া ফেলেছে সাতক্ষীরার স্কুল ছাত্রী রওশানি

    Editor
    জুলাই ২৫, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ
    Link Copied!

    ডেস্ক রিপোর্ট:
    পরিবেশবান্ধব গ্যাস সাশ্রয়ী কিট তৈরি করে প্রযুক্তি ক্ষেত্রে এক চমক দেখিয়েছে সাতক্ষীরার এক স্কুলছাত্রী। জেলার নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রওশানি সিদ্দিকা তৈরি করেছে এমন একটি কিট, যা রান্নার কাজে গ্যাসের অপচয় রোধ করবে এবং খোলা জায়গাতেও চুলা নির্বিঘ্নে চালু রাখবে।

    রওশানি জানায়, সাধারণ গ্যাস চুলায় রান্নার সময় প্রচুর পরিমাণে তাপ বাতাসে হারিয়ে যায়। ফলে গ্যাস খরচ বেশি হয় এবং সময়ও লাগে বেশি। তার তৈরি কিটটি এমনভাবে তৈরি, যাতে চুলার চারপাশের তাপ আটকে রান্নায় ব্যবহার করা যায়। বিশেষ একটি স্তর ব্যবহার করে কিটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা বাতাসে চুলার আগুন নিভে যাওয়া থেকে রক্ষা করে।

    নিজের উদ্ভাবনের পেছনের গল্প বলতে গিয়ে রওশানি সিদ্দিকা বলেন, “আমার বাবা মোস্তাক আহম্মেদ সিদ্দিকী একজন উদ্ভাবক। তিনি পরিবেশবান্ধব সবুজ চুলা, জ্বালানি সাশ্রয়ী চুলা এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ছোটবেলা থেকেই বাবার কাজ আমাকে খুব অনুপ্রাণিত করত। মনে হতো, আমিও একদিন বাবার মতো কিছু তৈরি করবো, মানুষের উপকারে আসবে এমন কিছু উদ্ভাবন করবো।

    একদিন দেখলাম, আমার মা গ্যাসের চুলায় রান্না করছেন। কিন্তু বাতাসের কারণে চুলার আগুন একদিকে ঢলে যাচ্ছে। আগুন ঠিকমতো বার্নারে না পড়ে, অনেক গ্যাস নষ্ট হচ্ছে। রান্নাও স্বাভাবিকের চেয়ে অনেক সময় নিচ্ছে। তখন থেকেই ভাবতে শুরু করি, কীভাবে এই গ্যাসের অপচয় রোধ করা যায়? কীভাবে এমন কিছু বানানো যায়, যাতে বাতাসেও রান্না করা সম্ভব হয়?

    এই চিন্তা মাথায় ঘুরতে থাকে। তারপর বাবার কারখানায় পড়ে থাকা কিছু টিন, হিটার শিল্ড আর হালকা ধাতব অংশ দিয়ে আমি পরীক্ষামূলকভাবে একটি কিট তৈরি করি। এই কিট চুলার চারপাশের তাপ ধরে রাখে, বাতাসে আগুন নিভে যেতে দেয় না। ফলে রান্না দ্রুত হয়, গ্যাসও সাশ্রয় হয়। তাপ বাইরে না ছড়ানোয় গায়ে লাগে না, সময়ও নষ্ট হয় না।

    এই উদ্ভাবনের মাধ্যমে আমি দেখাতে চাই, আমরা মেয়েরাও প্রযুক্তি ও উদ্ভাবনে পিছিয়ে নেই। আমি চাই ভবিষ্যতে আরও বড় কিছু তৈরি করতে, যা সমাজের কাজে লাগবে।”

    রওশানির সহপাঠী হোসনের আরা বলেন, ” রওশানি   আমাদের সবার গর্ব। ও সবসময় নতুন কিছু ভাবতে ভালোবাসে। যখন সে প্রথম বলেছিল গ্যাসের অপচয় ঠেকানোর একটা কিট তৈরি করেছে, তখন আমরা বিশ্বাস করতে পারিনি। কিন্তু স্কুলের প্রদর্শনীতে যখন ওর কাজ দেখলাম, আমরা অবাক হয়ে গিয়েছি। খুব ছোট ও সহজ জিনিস দিয়ে এত বড় সমাধান এটা সত্যিই অসাধারণ। আমরা সবাই ওকে উৎসাহ দিচ্ছি, যেন আরও বড় কিছু করতে পারে।”

    রওশানির পিতা মোস্তাক আহম্মেদ সিদ্দিকী বলেন, “আমি সবসময় চেয়েছি আমার সন্তানরা চিন্তা করতে শিখুক, বইয়ের বাইরেও ভাবুক। রওশানির এই সাফল্য আমাকে গর্বিত করেছে। সে ছোটবেলা থেকেই আমার কাজের প্রতি আগ্রহ দেখাতো সবসময় প্রশ্ন করতো, শিখতে চাইতো। আমার কারখানায় কাজ করতে করতে ওর চোখে যে আগ্রহ দেখতাম, তা আজ বাস্তবে রূপ নিয়েছে। আমি চাই ও যেন নিজের ভাবনাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে পারে। ওর উদ্ভাবনে যদি সমাজের উপকার হয়, সেটাই হবে আমার সবচেয়ে বড় অর্জন।”

    রওশানির উদ্ভাবনী চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক। তিনি বলেন, “ছাত্রীরা এখন শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নেই, তারা বাস্তব জীবনের সমস্যা নিয়ে ভাবছে এবং সমাধান খুঁজছে। রওশানির উদ্ভাবন আমাদের গর্বিত করেছে। আমরা তাকে সর্বাত্মক সহায়তা করবো, যাতে সে এই কিট আরও উন্নত করতে পারে ও ভবিষ্যতে বড় পরিসরে উপস্থাপন করতে পারে।”

    বিদ্যালয়ে আয়োজিত এক প্রজেক্ট প্রদর্শনীতে রওশানি তার উদ্ভাবিত কিট উপস্থাপন করলে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা ব্যাপক আগ্রহ দেখান। অনেকে মনে করছেন, এই উদ্ভাবন সঠিক সহায়তা পেলে স্থানীয় পর্যায়ে গৃহস্থালি ব্যবহারের জন্য কার্যকর একটি প্রযুক্তি হয়ে উঠতে পারে।

    স্থানীয়ভাবে এই উদ্ভাবনের প্রশংসা মিলছে চারদিক থেকে। বিশেষ করে পরিবেশবান্ধব ও খরচ সাশ্রয়ী প্রযুক্তির প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়তে থাকায় রওশানির মতো ক্ষুদে উদ্ভাবকদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।