সাতক্ষীরা রাত ৯:৫৯ মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    দেবহাটায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ

    mir khairul alam
    ডিসেম্বর ২, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
    Link Copied!

    লিটন ঘোষ বাপি: দেবহাটায় কৃষকের অধিকার ও অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বেডস্ এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ান ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত গণসমাবেশে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম। বেডস্ এর স্ববল প্রকল্পের মাঠ সমন্বয়কারী মুরতাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাজেদুল ইসলাম, উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা নাজরিন জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, বেডস্ এর এম অ্যান্ড ই অফিসার খান মোহাম্মদ শাহ আলম সহ পারুলিয়া, সখিপুর ও নওয়াপাড়া ইউপির মেম্বারগন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্ববল প্রকল্পের সদস্যরা। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে নারীরা বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছে। অনলাইন গেমের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই পিতা মাতাদের সন্তানের দিকে খেয়াল রাখতে হবে এবং অ্যান্ড্রয়েড মোবাইল থেকে রিরত রাখার আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।