আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পেশাজীবী বিভাগের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৩ জুলাই) বিকাল ৪ টায় আশাশুনি আল- আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুর রশিদ মোড়লের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন-শিক্ষা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বারী, ব্যবসায়ী সংগঠন (আই বি ডব্লিউ এফ)এর উপজেলা সেক্রেটারী মাস্টার আবুল খায়ের,আনুলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা কামরুল ইসলাম,বড়দল ইউনিয়ন সভাপতি ডাক্তার সোহরাব হোসেন প্রমুখ। বৈঠকে বক্তারা আগামী ১৯ শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে দলে দলে যোগদান করতে পেশাজীবি বিভাগের সকল দায়িত্বশীল ও কর্মীদের প্রতি প্রতি আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
