সাতক্ষীরা রাত ১০:৫১ মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে বদলে যাচ্ছে শিশু-কিশোরদের জীবনধারা

    mir khairul alam
    নভেম্বর ১১, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
    Link Copied!

    সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলের শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে নিরাপদ খেলাধুলার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেছে ‘স্পিড (SPiRiT)’ প্রকল্প। টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পর্যায়ের এ খেলাধুলার আয়োজন।

    এই প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা জেলার প্রায় ২৭০০ জন (১২–২৪ বছর বয়সী) শিশু, কিশোর-কিশোরী ও যুবরা সরাসরি অংশগ্রহণ করছে। তারা নিরাপদ খেলার মাধ্যমে নিজেদের ব্যক্তিগত ও স্থানীয় সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনছে।

    অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।তিনি বলেন, স্পিড প্রকল্পের কার্যক্রম আমাদের এলাকার পরিবর্তনের দুয়ার খুলে দিয়েছে। নিরাপদ খেলাধুলার মাধ্যমে অংশগ্রহণকারীরা ১৮টি সেশনের মধ্য দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ ৬টি জীবন দক্ষতা অর্জন করেছে আস্থা স্থাপন, সহযোগিতা, যোগাযোগ, আবেগ ব্যবস্থাপনা, সৃজনশীল চিন্তাভাবনা এবং দায়িত্ব গ্রহণ। এসব দক্ষতা তাদের আত্মবিশ্বাসী ও সমাজ পরিবর্তনের অনুপ্রেরণায় পরিণত করেছে।

    সভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমেদ আলী শাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী,মহিলা বিষয়ক অধিদপ্তর সুপারভাইজার জয়দেব দত্ত,উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এস. এম. হাফিজুল ইসলাম,উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এস. এম. রবিউল ইসলাম,ইউপি সদস্য রোকেয়া খাতুন সহ আরো অনেকে।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বালিশ পাসিং, চামচ দৌড়, লুডু ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ ফুটবল ম্যাচে অংশ নেয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।