স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে দিন ব্যাপী কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার ভদ্রখালী রফিক মেম্বরের আম্রকানণে উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। কর্মশালায় প্রধান বক্তার বক্তব্যে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর শাহীন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল।
কর্মী কর্মশালায় বক্তব্য শিক্ষায় নলতা ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক গাজী মোখলেছুর রহমান, শ্লোগান শিক্ষায় উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী, অনলাইন একটিভিটি নিয়ে নলতা ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক মাস্টার শাহিনুর রহমান, আন্দোলন নিয়ে উপজেলা জাসাস এর আহবায়ক মুরশিদ আলী গাজী, প্রোগ্রাম বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম হালদার, সাংগঠনিক কাজ নিয়ে উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়ল, সাংগঠনিক বিষয়ে জাসাস এর সদস্য সচিব মারুফ বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম প্রমুখ। এসময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ এবং দেশের বাহিরের সকল ষড়যন্ত্র রুখে দেবে জাতীয়তাবাদী শক্তির সাহসী সন্তানেরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের লক্ষে ৩১ দফা ঘোষনা দিয়ে বাস্তবায়ন কাজ করছি। আজ কৃষকদল তৃনমূল পর্যায়ে ব্যাপক কাজ করছে। বিগত হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলা, হামলা আর পুলিশি নির্যাতনে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরা যাতে অবহেলিত না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।