সাতক্ষীরা বিকাল ৫:১৯ রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
  • ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ২০শে শাবান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    দেবহাটায় ভিলেজ ডক্টরস ফোরাম’র মাসিক সম্মেলন

    mir khairul alam
    ফেব্রুয়ারি ২, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
    Link Copied!

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় ভিলেজ ডক্টরস ফোরাম (ভিডিএফ) এর মাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ভিলেজ ডক্টরস ফোরাম’র কার্যালয়ে এ মাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ মাসিক সম্মেলনে ভিলেজ ডক্টরস ফোরাম’র উপজেলা সভাপতি ডা: রফিকুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারি ডা: আলমগীর হোসাইন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর ও ভিডিএফ’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ভিডিএফ’র উপদেষ্টা এইচ এম ইমদাদুল হক, ভিডিএফ’র উপদেষ্টা মাওলানা সামছুল আরেফিন, ভিডিএফ’র সহ-সভাপতি ডা: আ: আজিজ, বায়তুলমাল সম্পাদক ডা: আবু হাসান, প্রচার সম্পাদক ডা: তাসনিম আলম, অফিস সম্পাদক শেখ রেজওয়ান আলী সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। বক্তরা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একটি স্বাস্থ্যসমৃদ্ধ জাতি দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৮৫ ভাগ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। এই গ্রামাঞ্চলে এমবিবিএস পাশ করা ডাক্তার নেই বললেই চলে, ফলে গ্রাম পর্যায়ের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার জন্যে পল্লী চিকিৎসকদের শরণাপন্ন হতে হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বাড়ির দোরগোড়ায় অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা পল্লী চিকিৎসকদের মাধ্যমে পেয়ে থাকেন। একজন ডাক্তারের যেমন মানুষ সেবার প্রয়োজন তেমনি ইসলামের দাওয়াত দেওয়া প্রয়োজন রয়েছে, সাধারণ মানুষ যতটা দাওয়াতী কাজ করতে না পারে তার থেকে দ্বিগুন পারে একজন গ্রাম ডাক্তার। এজন্য সমাজে গ্রাম ডাক্তারের বা পল্লী চিকিৎসকদের ভুমিকা অনেক বেশি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।