তালা প্রতিনিধি: পরিবেশ বন্ধু কাছিম, প্রকৃতিতে বাঁচতে দিন- স্লোগানকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ন স্থানে বিপন্ন মিঠাপানির কাছিম ও কচ্ছপ রক্ষায় সচেতনতা ও শিক্ষামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি ও বাংলাদেশ বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে রোববার (২ ফেব্রুয়ারী) বিকালে ক্যাম্পেইন’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
এ উপলক্ষ্যে সাতক্ষীরার তালা বি. দে. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার জি. এম. সেলিম। অনুষ্ঠানে প্রধান অিতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বন অধিদপ্তরের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক সানাউল্লাহ পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন, ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির বাংলাদেশ নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বন অধিদপ্তরের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ আস সাদিক ও তালা উপজেলা মৎস্য অফিসার তারেক ইমাম। অনুষ্ঠান পরিচালনা করেন, ডব্লিউসিএস’র প্রকল্প সমন্বয়কারী সামিউল মহাসিন ও নাদিম।
অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশের বন্ধু মিঠা পানির বিপন্ন প্রজাতীর কাছিম ও কচ্ছপ রক্ষায় পাইলট প্রোগ্রাম হিসেবে কাজ শুরু করা হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ন এলাকায় কাছিম ও কচ্ছপ রক্ষায় জনসচেনতা সৃষ্টিতে শিক্ষামূলক কর্মসূচী বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে আরও বলা হয়, কাছিম ও কচ্ছপ ধরা, ক্রয়-বিক্রয় ও খাওয়া আইনত অপরাধ।
অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরন, প্রামান্য চিত্র প্রদর্শন ও পরিবেশে কাছিমের গুরুত্ব তুলে ধরে পট গান পরিবেশন করা হয়।