তালা প্রতিনিধি: নকল কীটনাশক বিক্রির দায়ে তালা উপজেলার সুজনসাহা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী রহমান এন্টারপ্রাইজের মালিক মোস্তাফিজুর রহমান রনিকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর’র নেতৃত্বে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট এই দন্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, রনি দীর্ঘদিন যাবত বিভিন্ন কোম্পানির নকল কীটনাশক ঔষধ বিক্রি করায় কৃষকরা ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছিল। এসংক্রান্তে এক অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে একজন কৃষকের কাছে নকল কীটনাশক বিক্রয়ের সময় প্রতিষ্ঠিত এক ওষুদ কোম্পানির ডিস্ট্রিবিউটার তাকে চ্যালেঞ্জ করে। এসময় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা সহকারি পরিচালক মেহেদী হাসান তানভীর’র ভ্রাম্যমান আদালত স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষক অদুত খাঁ’র মাধ্যমে তথ্য প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক রনিকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত এসময় উক্ত দোকানের নকল কীটনাশকগুলো ড্রেনে ফেলে নষ্ট করেন।