সাতক্ষীরা বিকাল ৪:২৭ শুক্রবার , ৭ জুন ২০২৪
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    আজকের সর্বশেষ সবখবর

    কোমলমতি শিশু সেজুতির প্রান বাঁচাতে এগিয়ে আসুন

    Editor
    জুন ৭, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ
    Link Copied!

    কোমলমতি শিশু সেজুতির প্রান বাঁচাতে এগিয়ে আসুন
    সেজুতি প্রভা – ৯ বছর,পিতা – সদয় কুমার দাশ, মাতা- জোৎস্না দাশ,গ্রাম – বারাত, তালা, সাতক্ষীরা।সে ২০১৯ সালে একিউট লিম্ফোব্লাসটি ক লিকোমিয়া(ALL) ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়। প্রধানমন্ত্রীর নিজস্ব কার্যালয়,স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য, সাংবাদিকবৃন্দ, স্কুল, কলেজ, বাজারসহ সকল স্থরের মানুষের সার্বিক সহায়তায় তাকে ইন্ডিয়ার ভেলোর সিএমসি হসপিটাল থেকে চিকিৎসা গ্রহনের মাধ্যেমে সুস্থ করে তোলা হয়। সাম্প্রতিক সময়ে অসুস্থ হলে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, শ্যামলী, ঢাকা এর ডঃ মোহাম্মদ মনিরুল ইসলাম ( রক্তরোগ ও ব্লাড ক্যানসার বিশেষজ্ঞ সহযোগী অধ্যপক,ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল) কে দেখানো হলে তিনি পরিক্ষা – নিরীক্ষা করে বলেন সেজুতি পুনরায় একিউট লিম্ফোব্লাসটিক লিকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যানসারে আক্রান্ত।এখন তাকে বাঁচাতে হলে বোনমেরু ট্রান্সপ্লান্ট করা একান্ত জরুরী। এই ধরনে চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা খরচ হবে। যা তার পরিবারের পক্ষে সম্ভব না।তার পিতা একজন সামান্য বেতনভুক্ত এনজিও কর্মী। তার মাতা একজন গৃহিণী। তাদের দ্বারা এই ব্যয়বহুল চিকিৎসা গ্রহন করা সম্ভব না। তাই সকলের কাছে বিনীত অনুরোধ ফুটফুটি শিশু সেজুতির প্রান বাঁচাতে এগিয়ে আসুন।
    যোগাযোগের জন্য – 01736127164 ( সদয় কুমার দাশ,বাব)
    সাহায্যের জন্য – বিকাশ ও নগদ নাম্বার: 01782139182
    ব্যাংক হিসাব নং – সোনালি ব্যাংক, তালা শাখা, সাতক্ষীরা- 2820901023448

     

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।