তালা প্রতিনিধি: তালা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান মতবিনিময় করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদ সভাকক্ষে তিনি মতবিনিময় সভায় মিলিত হন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন, আলাউদ্দীন জোয়ার্দ্দার, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিজুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের একাংশের সভাপতি এস.এম. নজরুল ইসলাম, অপর অংশের সভাপতি এম. এ হাকিম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, তালা রিপোর্টার্স ক্লাবের সাবকে সাধারন সম্পাদক বিএম জুলফিকার রায়হান, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, ঠিকাদার মো. ময়েজ উদ্দীন, শিক্ষক নাসিরুদ্দীন নাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের, মীর্জা সাকিব ও মামুন হাওলাদার প্রমুখ।
মতবিনিময় সভায়- বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, সুধীজন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময়- উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং সরকারি সেবায় আরও গতিশীলতা আনার বিষয়ে আলোচনা হয়।
