তালা প্রতিনিধি: তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে একটি আম বাগান থেকে আলাউদ্দিন শেখ (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাঁর মরদেহটি উদ্ধার হয়। তবে কি কারনে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
স্থানীয়রা জানান, হরিশচন্দ্রকাটি গ্রামের মৃত আনসার শেখের ছেলে আলাউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে মানুষিক ভারসাম্যহীন ছিল। এদিন দুুপুর ১২টার দিকে গ্রামের একটি আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের গলায় দাগের চিহ্ন থাকায় এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
মৃত্যু আলাউদ্দীনের স্ত্রী ইসমতারা জানান, তার মানুসিক ভারসাম্যহীন স্বামী বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বের হন। দুপুরে গ্রামের গফুর মোল্লা নামের এক ব্যক্তি আম বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দেন।
তালা থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
