সাতক্ষীরা রাত ১২:০৫ রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  • ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ ২রা রজব, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালায় সরিষার বীজে বিষ মিশিয়ে শতাধিক কবুতর-ঘুঘু পাখি হত্যা

    mir khairul alam
    ডিসেম্বর ২১, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
    Link Copied!

    বি. এম. জুলফিকার রায়হান, তালা (সাতক্ষীরা)
    তালার হরিশ্চন্দ্রকাঠি বিলে একটি সরিষা ক্ষেতে থেকে বিষ মিশ্রিত সরিষা খেয়ে কবুতর-ঘুঘু সহ শতাধিক পাখির করুন মৃত্যু হয়েছে। বিষ মাখানো ওই সরিষা খাবার পর মা কবুতর তার ছানাদের ওই খাবার খাওয়ালে ৪টি কবুতর ছানা মারা গেছে। এঘটনা দেখার পর এলাকার মানুষের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করে।
    তালা সদরের রহিমাবাদ গ্রামের রাকিব সরদার ও হরিশ্চন্দ্রকাঠি গ্রামের জিন্নাত খাঁসহ একাধিক ব্যক্তি বলেন, হরিশ্চন্দ্রকাঠি বিলে গ্রামের মৃত খোদাবক্স শেখের ছেলে বারিক শেখ নামের এক বিএনপি নেতা ও তালা মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক তার জমিতে সরিষা চাষাবাদ করছে। সরিষা বীজ ক্ষেতে ছড়ানোর পর পাখি এসে যাতে বীজগুলো না খায় আর খেলেও মারা যায় সেকারনে বীজের সাথে উচ্চ মাত্রার কীটনাশক মিশিয়ে দেয়। গত শুক্রবার বিকালে ওই বীজ কৃষি শ্রমিক কালিপদ দাসের মাধ্যমে ক্ষেতে ছড়ানো হয়। শনিবার দুপুরের দিকে হরিশ্চন্দ্রকাঠি ও রহিমাবাদ গ্রামের বিভিন্ন ব্যক্তির পোষা কবুতর সহ ঘুঘু পাখি ওই ক্ষেতে যেয়ে সরিষা খেয়ে কিছু কবুতর বাড়িতে ফিরে বিষাক্রান্ত হয়ে মারা যেতে থাকে। আর অনেক কবুতর গুরুতর বিষাক্রান্ত হয়ে মাঠে, বাগানে পড়ে মারা যায়। এরমধ্যে কয়েকটি মা কবুতর বাড়িতে ফিরে তাদের ছানাদের ওই বিষাক্ত খাদ্য খাওয়ালে ছানাগুলোও মারা যায়। এঘটনা দেখে এলাকার লোকজন মাঠে যেয়ে বারিক শেখের সরিষা ক্ষেত থেকে বিষ মেশানো বীজসহ একটি বীজের পাত্র উদ্ধার করে।
    কবুতরের মালিক রাকিব ও জিন্নাত বলেন, সম্পূর্ন পরিকল্পিতভাবে বারিক শেখ সরিষার সাথে বিশ মিশিয়ে পাখিদের খাওয়াইছে। এরফলে অন্তত শতাধিক কবুতর ও ঘুঘু পাখি মারা গেছে। বর্বর ও বেদনাদায়ক এই ঘটনায় এলাকার মানুষ শোকাহত হয়ে পড়ে এবং বারিক শেখের বউপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এঘটনায় এলাকাবাসী প্রশাসনের নিকট ন্যায্য প্রতিকার দাবী করেছেন।
    এদিকে, শনিবার (২০ ডিসেম্বর) রাতে বিষ প্রয়োগে পাখি হত্যার বিষয় জানতে পেরে তালার বন্যপ্রাণি অপরাধ প্রতিরোধে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন- ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি সাংবাদিক জুলফিকার রায়হান, সাধারন সম্পাদক শিক্ষক রাশেদ বিশ্বাস, স্বেচ্ছাসেবক রাকিব হাসান, নরিম, মিজানুর রহমান, রায়হানসহ সাংবাদিক মিজানুর রহমান ও শাহীনুর রহমান দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের মাধ্যমে সংবাদ পেয়ে বন বিভাগের খুলনা বিভাগীয় কার্যলয় থেকে বন্যপ্রাণি ও জীব-বৈচিত্র সংরক্ষন অফিসার তন্ময় আচার্য্যরে নেতৃত্বে একটি টিম রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয়দের সাথে কথা বলে বন কর্মকর্তা ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং বিষ প্রয়োগে পাখি হত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবিষয়ে বন বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
    এব্যপারে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল বারিক শেখকে পাওয়া না গেলে তাঁর ভাতিজা রানা জানান, রাজনৈতিক ভাবে আমার চাচা বারিক শেখকে হয়রানী করার জন্য একটি মহল ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। পাখিগুলো কোথা থেকে বিষ মিশ্রিত খাবার খেয়ে বা কিভাবে মারা গেছে তা আমাদের জানা নেই।
    তবে, গ্রামের একাধিক ব্যক্তি জানান, বারিক শেখসহ তার অপর এক ভাই প্রতিবছর এভাবে ফসলের বীজের সাথে বিষ মিশিয়ে দিয়ে পাখি হত্যা করে। এদনিও বারিক শেখ’র সরিষা ক্ষেত থেকে সরিষা খেয়ে অবুঝ পাখিগুলো করুনভাবে মারা পড়লো। এঘটনায় বিষদাতাদের শাস্তি দাবী করেছেন গ্রামের মানুষ।
    এব্যপারে তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি জানা মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এবষিয়ে এখনও অভিযোগ পাইনি, অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং এধরনের ঘটনা বন্ধে যা যা করনীয় তাই করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।