সাতক্ষীরা সকাল ৬:৫৫ সোমবার , ২৮ জুলাই ২০২৫
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালা কাশিয়াডাংগা মাদ্রাসায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার

    mir khairul alam
    জুলাই ২৮, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
    Link Copied!

    তালা প্রতিনিধি: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা অফিস কর্তৃক আয়োজিত নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় তালা উপজেলার কাশিয়াডাংগা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাও. মো. আব্দুর রাজ্জাক।
    জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা’র সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার দিপঙ্কর দত্ত। এছাড়া বক্তব্য রাখেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর রথিন্দ্র নাথ সরকার। খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে সচেতনতামূলক সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ও মুখ্য আলোচকের বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে কুউজ প্রতিযোগিতা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী প্রদান ও কুইজে বিজয়ী ৫ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও শতাধিক শিক্ষার্থী।

     

     

    তালায় যুব সাংবাদিকদের প্রশিক্ষণ: জলাবদ্ধতা, কৃষির উন্নয়ন, আবহাওয়ার পরিবর্তন নিয়ে তালায় যুব সাংবাদিকদের সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উত্তরণ এশিয়া লাইভলিহুড প্রকল্পের আওতায় সোমবার (২৮ জুলাই) বিকালে তালা মুক্তিযোদ্ধা আ. সালাম গণ-গ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা। স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণের এশিয়া লাইভলিহুড প্রকল্পের প্রজেক্ট ম্যানাজার মঈনুল হাসান সোহান।
    তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, রিয়াদ হাসান, হোসেন আলী, মোকারম বিল্লাহ, মিলন কুমার বসু, অর্জুন বিশ^াস, শামীম খান, ইমরান হোসেন, উত্তরণের ফিল্ড অফিসার ইমরুল কবির ও ইউসুফ আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে তালা ও সাতক্ষীরা সদর উপজেলার ১০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
    সভায় জলাবদ্ধতা, কৃষির উন্নয়ন, আবহাওয়ার পরিবর্তন বিষয়ে সংবাদ লেখা ও গণমাধ্যমে প্রকাশের উপর আলোচনা হয়।

     

    তালায় ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক ওয়ার্কশপ: সোমবার (২৮ জুলাই) সকালে তালা উপজেলার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার হল রুমে ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপ গঠন, এর সদস্যসদের করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় অনুষ্ঠিত উক্ত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান নয়ন। ব্র্যাকের টিবি কন্ট্রোল প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মোছা. রহিমা খাতুনের সঞ্চালনায় ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান এবং তালা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আল মামুনুর রহমান।
    উক্ত ওয়ার্কশপে ব্রাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য অফিসার অমিত তরফদারসহ উপজেলার ৪ ইউনিয়নের ৩৬ জন ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।

     

    তালায় কৃষিকাজ ও মুরগী ফার্মের জন্য ১০ নারীকে উত্তরণের সহায়তা: সোমবার (২৮ জুলাই) সকালে তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে উওরণ কৃষক মাঠ স্কুল থেকে প্রশিক্ষণ পাওয়া ১০ নারীকে কৃষিকাজ ও মুরগী ফার্মের জন্য ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। উত্তরণ এশিয়া লাইভলিহুড প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণের এশিয়া লাইভলিহুড প্রকল্পের প্রজেক্ট ম্যানাজার মঈনুল হাসান সোহান, ফিল্ড অফিসার ইমরুল কবির ও ইউসুফ আলী, ফাইন্যান্স অফিসার রশিদা খাতুন, এসআরবিএম প্রকল্পের প্রজেক্ট অফিসার তানিয়া খাতুন প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।