সাতক্ষীরা রাত ৩:৫৭ বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালায় পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন দেয়ার অভিযোগ

    mir khairul alam
    সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
    Link Copied!

    তালা  প্রতিনিধি: তালায় বালিয়া গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষ দূর্বৃত্তরা হামলা ও ভাংচুর শেষে নিরিহ আয়েশা বিবির ঘরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বালিয়া গ্রামের দরিদ্র অসহায় আয়েশা বেগমের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে একটি গরু পুড়ে মারাত্মক অসুস্থ্য হওয়া সহ ঘরের চাল-বেড়া ও মালামাল পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনায় আয়েশা বিবি বাদি হয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) তালা থানায় দূর্বৃৃত্তদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছে।
    তালার বালিয়া গ্রামের মৃত. ইজাহার আলী খাঁ’র মেয়ে ভুক্তভোগী আয়েশা বিবি জানান, পাশ্র্¦বর্তী কাছের আলী মোড়ল গংদের সাথে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের কারনে বিজ্ঞ আদালতে দায়ের হওয়া মামলায় আয়েশা বেগম নিজ অনকূলে ইতোমধ্যে রায় পেয়েছেন। এঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে উক্ত জমির কাগজপত্র পুড়িয়ে দেওয়ার জন্য প্রতিপক্ষ কাছের আলী মোড়ল, সাত্তার মোড়ল, মান্নান মোড়ল, শাহিন মোড়ল গং আয়েশা বিবির বসত বাড়ীতে মঙ্গলবার বিকালে হামলা চালিয়ে ভাংচুর সহ মারপিট করে। একইসাথে তারা পরিকল্পিত ভাবে আয়েশা বিবির কাচা ঘরে আগুন দিলে আগুনে তার বসতঘর, গোয়াল ঘর ও রান্না ঘরে আগুন ধরে যায়। একপর্যায়ে এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন করে।
    আগুরে আয়েশা বিবির সম্বল ১টি গরু পুড়ে মারাত্মক অসুস্থ্য হয়। এছাড়া ঘর ও ঘরের চাল, বেড়া এবং মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। এঘটনায় আয়েশা বিবি বুধবার তালা থানায় দূর্বৃত্তদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
    এবিষয়ে তালা থানার ওসি মাইনউদ্দীন বলেন, এ ঘটানায় সংশ্লিষ্ট খেশরা ক্যাম্পের আইসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।