তালা প্রতিনিধি: শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে তালা উপজেলা বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। দূর্গা পূজা শুরু হবার পর থেকে বিগত ৩দিন ধরে তিনি তালা ও কলারোয়া উপজেলার পূজা মন্ডপগুলি পরিদর্শন করেন।
বুধবার (১ অক্টোবর) সকাল থেকে তালা উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন শেষে খলিলনগর ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরে এদিন দুপুরে তালা সদরের জেয়ালা ঘোষপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি এলাকার সোনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সহ শারদীয়’র শুভেচ্ছা বিনিময় করেন।
বিশিষ্ট দুগ্ধ খামারী ও ব্যবসায়ী প্রশান্ত ঘোষ’র সভাপতিত্বে এবং ডা. পঞ্চানন ঘোষ’র পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ^াস, বিএনপি নেতা রেজাউল ইসলাম (রেজা), যুবদল নেতা সাইদুর রহমান সাইদ, তালা থানা ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান হাফিজ, স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম দাদুভাই, যুব নেতা ডা. আব্দুস সবুর, সিরাজুল ইসলাম, সেলিম খান, হযরত পাড় ও রাজ্জাক পাড় সহ বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
