তালা প্রতিনিধি
উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’র যৌথ আয়োজনে তালায় সামাজিক জবাবদিহিতার টুলস বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গেøাবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর অর্থায়নে, নাগরিক প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তালাস্থ উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার হলরুমে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল। তালা উপজেলা সমাজ সেবা অফিসার’র প্রতিনিধি মো. কবিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের টেন্ডিং অফিসার আলেয়া খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন প্রদান করেন।
এসময় সিনিয়র সাংবাদিক জুলফিকার রায়হান, বিডিইআরএম এর জেলা সভাপতি দিলিপ কুমার দাস, প্রজেক্ট অফিসার মনি শংকর হালদার, উন্নয়ন কর্মী ভবতোষ মন্ডল, স্বরস্বতী দাস ও গৌতম মন্ডলসহ প্রক্ষিনার্থী নারীরা উপস্থিত ছিলেন।
