তালা প্রতিনিধি: তালার ডুমুরিয়া গ্রামে অগ্নিকান্ডে দরিদ্র উত্তম ওরফে পটু ঘোষের গরুর গোয়াল ঘরসহ রান্না ঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার রাতে তার ঘর দু’টি পুড়ে যায়। এসময় গোয়াল ঘরের একটি গরু পুড়ে আহত হয়েছে।
উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত মাখম লাল ঘোষের ছেলে ভুক্তভোগী উত্তম ঘোষ জানান, বুধবার রাতে তিনি বালিয়া বাজারে ছিলেন। তার স্ত্রী পাশের বাড়িতে টেলিভিশন দেখার সময়ে তাদের গোয়াল ঘর ও রান্না ঘরে আগুন ধরে যায়। এসময় গ্রামের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। একপর্যায়ে সংবাদ পেয়ে তিনি বাড়িতে আসেন। আগুনে তাঁর গোয়ালঘর ও রান্না ঘরে পুড়ে ছায় হয়েছে। একই সাথে গোয়াল গরে থাকা একটি গরু অগ্নিদগ্ধ হয়।
পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা সুযোগ বুঝে তার ঘরে আগুন ধরিয়ে দিতে পারে বলে উত্তম ঘোষ অভিযোগ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
