সাতক্ষীরা, শনিবার (২৫ অক্টোবর ২০২৫): বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল সাতক্ষীরা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। জেলা তরুণদলের সভাপতি এম.ডি. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক এইচ. এম. রহমতুল্লাহ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “দীর্ঘ ১৬ বছর আমরা জামায়াতের সঙ্গে আন্দোলন করেছি, কিন্তু ৫ আগস্টের পর তারা নিজেদের পরিচয়ই বদলে ফেলেছে।
তিনি বলেন, “বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল। গণতন্ত্র রক্ষা করতে হলে সাতক্ষীরার চারটি আসনেই ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, কেন্দ্রীয় তরুণদলের সহ-সভাপতি একে আল রিয়াদ, এবং জেলা তরুণদলের উপদেষ্টা মোহর আলী।
এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত তরুণদলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। পরিচিতি সভা শেষে প্রতিবন্ধী আলফাজ গাজীকে তরুণদলের পক্ষ থেকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণদলের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার ও সাংগঠনিক সম্পাদক আবু মুছা।
