সাতক্ষীরা রাত ১১:০৯ শুক্রবার , ২১ মার্চ ২০২৫
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    মামলা তুলে নিতে হুমকি প্রদান’র অভিযোগ, তালায় মাদকসেবী ও যৌতুকলোভী স্বামীর বিচার দাবী অসহায় স্ত্রীর

    mir khairul alam
    মার্চ ২১, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ
    Link Copied!

    তালা প্রতিনিধি: মাদক সেবী স্বামী আলতাফ বিশ্বাসের যৌতুকের দাবী মেটাতে না পারায় স্ত্রী শিউলি বেগমকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়। এঘটনায় স্বামী আলতাফ বিশ্বাসের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা হয়। মামলার তদন্ত শেষে তালা থানা পুলিশ ইতোমধ্যে আলতাফ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। মামলাটি বিজ্ঞ আদালতে চলমান থাকায় আলতাফ বিশ্বাস ও তার লোকজন প্রতিনিয়ত স্ত্রী শিউলী বেগমকে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে। পাষন্ড স্বামীর অব্যাহত হুমকি, চারিত্রিক কলঙ্ক প্রদান এবং শিশু কন্যাদের খাওয়া-পরা নিয়ে চরম বিপাকে পড়েছে অসহায় স্ত্রী শিউলি বেগম।
    তালা উপজেলার প্রসাদপুর গ্রামের আমজেদ শেখের মেয়ে শিউলি বেগম বলেন, ২০০৩ সালে পারিবারিক ভাবে পাশর্^বর্তী মাছিয়াড়া গ্রামের মালেক বিশ্বাসের ছেলে মো. আলতাফ বিশ্বাসের সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ৩টি কন্যা সন্তান রয়েছে।
    শিউলি বেগম বলেন, আমার গর্ভে পরপর ৩টি কন্যা শিশু জন্মগ্রহন করায় ক্ষেপে ওঠে স্বামী আলতাফ বিশ^াস। একপর্যায়ে ৩কন্যা তার জন্ম নয় দাবী করে বিভিন্ন সময়ে আমাকে সহ আমার মেয়েদের উপর নির্যাতন শুরু করে। নির্যাতন থেকে রক্ষা করানোর জন্য বড় কন্যাকে বিয়ে দিয়ে এখন ২টি শিশু কন্যা মানুষ করছি!
    তিনি বলেন, স্বামী আলতাফ হোসেন একজন মাদকসেবী এবং অন্যান্য মামলার আসামী। মাদক সেবন এবং মামলার খরচ চালানোর জন্য ২ লক্ষ টাকা যৌতুক চেয়ে আমাকে বিভিন্ন সময়ে চাঁপ প্রয়োগ করে। কিন্তু আমার হতদরিদ্র পিতা-মাতার পক্ষে সেই টাকা দেয়া সম্ভব না হওয়ায় আমাকে প্রতিনিয়ত মারপিট করতে থাকে এবং একপর্যায়ে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু ৩কন্যা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি আবারও তার সাথে বিয়ে করে ঘর সংসার করতে থাকি।
    কিন্তু কিছুদিন পর আমার স্বামী আবারও মাদকের সাথে জুয়ায় আসক্ত হয়ে সংসারে সব নষ্ট করতে থাকে। এতে বাঁধা দিলে সে মারপিট করতো এবং ২লক্ষ টাকা যৌতুকের দাবীতে প্রায় ৫মাস আগে আমাকে পিটিয়ে হত্যার চেষ্টা করে। এঘটনায় আমি গুরুতর আহত হয়ে হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিয়ে মায়ের বাড়িতে চলে যায়্। এঘটনায় আমি বাধ্য হয়ে স্বামী আলতাফ বিশ্বাসের বিরুদ্ধে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করি। ওই মামলার তদন্ত করে তালা থানা পুলিশ আদালতে চার্জশীট জমা দিয়েছে। ওই মামলাটি বিচারাধিন থাকাবস্থায় আমার স্বামী আলতাফ বিশ্বাস বরিশালের এক মেয়েকে আমার অনুমতি ছাড়া বিয়ে করেছে।
    শিউলি বেগম বলেন, স্বামী আলতাফ বিশ্বাসের পুনরায় বিয়ে, যৌতুকের দাবীতে আমাকে পিটিয়ে হত্যার চেষ্টা, আমাকে খাওয়া-পরা না দেয়া, কন্যা সন্তানদের জন্মদানের অস্বীকার করাসহ তাঁর নানাবিধ অত্যাচারে বাধ্য হয়ে আমি তালা বাজারে বাসা ভাড়া নিয়ে সেখানে কন্যাদের নিয়ে বসবাস করি এবং একটি ক্লিনিকে কাজ করে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছি।
    শিউলি বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতে মামলা বিচারাধিন থ্কাায় জেলে যাবার ভয়ে স্বামী আলতাফ বিশ্বাস তার মাদকসেবনের সহযোগীরা বেপরোয়া হয়ে আমাকে প্রতিনিয়ত মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে। এমনকি, সামাজিক ভাবে আমাকে সহ আমার কন্যাদের অপদাস্থ করার জন্য স্বামী আলতাফ বিশ্বাস সহ তার মাদকসেবী বন্ধুরা বাহারুল ইসলাম সহ আমার অন্যান্য পুরুষ আত্মীয়দের জড়িয়ে আমার বিরুদ্ধে অশ্লিল ও অকথ্য কুৎসা রটিয়ে যাচ্ছে। স্বামী আলতাফ বিশ্বাস ও তার সহযোগীদের অত্যাচার, নির্যাতনে অতিষ্ঠ হয়ে অসহায় নারী শিউলি বেগম প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।