সাতক্ষীরা রাত ১২:১৮ বুধবার , ১৩ আগস্ট ২০২৫
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অন্তর্ভূক্তিকরণে নীতি-নির্ধারকদের ভূমিকা শীর্ষক এডভোকেসি

    mir khairul alam
    আগস্ট ১৩, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
    Link Copied!

    তালা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষকদের অন্তর্ভূক্তিকরণে নীতি-নির্ধারকদের ভূমিকা শীর্ষক এডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় গেটস ফাউন্ডেশনের অর্থায়নে বিন্দু নারী উন্নয়ন সংগঠন, আভাস, কোস্ট ফাউন্ডেশন ও স্ট্রীট চাইল্ড’র বাস্তবায়নে কেয়ার ফর উইমেন প্রকল্পটি সুশীলন হলরুমে অনুষ্ঠিত হয়।
    বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন।
    তিনি বলেন, বাংলাদেশে কৃষি কার্ড পাবে ২ কোটি ২৭ লাখ কৃষক। তাই কার্ড পেতে প্রতিযোগিতা থাকবে। কৃষিতে দক্ষতা দেখাতে পারলে আপনারা আগে পাবেন। বিশেষ করে নারী কৃষকদের অগ্রাধিকার বেশি থাকবে বলে জানান তিনি।
    স্ট্রীট চাইল্ড এর জেন্ডার ও সেইফগ্রাডিং অফিসার ক্রিষ্টিনা হিয়া বাড়ৈ এর সঞ্চালনায় কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি ও লিয়াজো কো-অডিনেটর মোহাম্মদ ইউনুছ এডভোকেসির লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরেন।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আকরাম হোসেন, বিআরডিবি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোর্শারফ হোসেন, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র উপ-সম্পাদক মাজহারুল ইসলাম, কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ শরিফুল ইসলাম, গ্রামের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি শের আলী প্রমুখ।
    এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সেইফগ্রাডিং ও মনিটরিং অফিসার কানিজ শাইমা আখি, কেয়ার ফর উইমেন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শাহিনুর ইসলাম, মোবিলাইজার জাকিয়া রাজিয়া ও আল-আমিন সহ উপজেলার তারালী, চাম্পাফুল, কুশুলিয়া ও ভাড়াশিমলা ইউনিয়নের নারীগণ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।