সাতক্ষীরা রাত ১:৩৯ বুধবার , ৫ মার্চ ২০২৫
  • ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎযাপনে প্রস্তুতি সভা

    mir khairul alam
    মার্চ ৫, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ণ
    Link Copied!

    স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বর্ষ পূর্তিতে “সুবর্ণ জয়ন্তী” উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের সভাকক্ষে সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোনাজাত আলী গাজীর সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চনলায় বক্তব্য দেন সাবেক শিক্ষার্থী ও স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবে সভাপতি মীর খায়রুল আলম, সৈয়দ মুস্তবা আলী, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ। এসময় সকলের সম্মতিতে উৎযাপন কমিটি গঠন করা করা হয়।

    এতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সৈয়দ আকবর আলীকে আহবায়ক, মোনাজাত আলী গাজীকে যুগ্ম-আহবায়ক, শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে ক্যাশিয়ার, সহকারী ক্যাশিয়ার মকবুল হোসেন ও কবির হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মীর খায়রুল আলম, সদস্য যথাক্রমে মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, আকতারুল ইসলাম, আকতার হোসেন, নাসিরুদ্দীন মিন্টু, আবু তৈয়ব।

    উপদেষ্টারা হলেন ডাক্তার নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সাবুর আলী, শেখ শরিফুল ইসলাম পলাশ, সামছুর রহমান, সাইফুল ইসলাম, এছাক আলী, মীর আয়ুব আলী, রবিউল ইসলাম, ইয়াসির আরাফাত লিপু, আবু জাফর, আলমগীর হোসেন, সফিক সরদার।

    এছাড়া ইউনিট কমিটির প্রধান চকমোহাম্মাদালীপুর নুর ইসলাম, কোঁড়া তরফদার পাড়া আল-আমিন হোসেন, বিশ্বাসবাড়ি এলাকা এহছানুল ইসলাম, গাজীপাড়া এলাকা হোসেন আলী ও নাজমুল হোসেন। অনুষ্ঠানে অংশ নিতে বর্তমান শিক্ষার্থীদের জন্য জন প্রতি ১শত টাকা। এছাড়া সাবেক শিক্ষার্থীদের ২শত টাকা রেজি: ফি নির্ধারণ করা হয়েছে। আগামী ০৫ মার্চ থেকে রেজিস্টেশন কার্যক্রম শুরু হবে এবং ২০ মার্চ শেষ হবে।

    এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল বৃহস্পতিবার জাকজমকপূর্ণ ভাবে এ অনুষ্ঠান পালিত হবে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের সদ্য অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষক পরিতোষ কুমার পালকে সংবর্ধনা প্রদান ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে দিনটি ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উৎযাপনে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয় সভায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।