তালা প্রতিনিধি: অ্যাম্বাসি অফ সুইজারল্যান্ড, গ্লোবাল এফিয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন’র অর্থায়নে তালায় দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়েছে। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা, নকশীকাঁথা ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’র যৌথ বাস্তবায়নে দিনব্যপী এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। নাগরিক প্রকল্পের আওতায়, বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভা কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মসূচীতে সভাপতিত্ব করেন, উদ্দিপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সোমা সরকার।
প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি মোহাম্মদ কবিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আলেয়া খাতুন। এসময় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল, দলিত নেতা দিলিপ কুমার দাস, স্বরস্বতী দাস ও প্রোগ্রাম অফিসার গৌতম দাস প্রমুখ বক্তব্য রাখেন।
প্রশিক্ষনে তালা উপজেলাসহ ইসলামকাটি ও খলিশখালী ইউনিয়নের নাগরিক কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। এসময় অংশগ্রহনকারীদের নেতৃত্ব প্রদান, অ্যাডভোকেসির কৌশল ও নেটওয়ার্ক গঠন বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়।
