তালা প্রতিনিধি: সব নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন- প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন পর্যন্ত লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিরোধী কর্মসূচী বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা কারিতাস। কর্মসূচীর ধারাবাহিকতায় কারিতাস আইডিপিডিসি প্রকল্প’র আওতায় তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নগরঘাটা জবা ক্রেডিট ইউনিয়নের সহযোগীতায় স্থানীয় দাস পাড়ায় গত ৩ ডিসম্বের বিকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কারিতাস’র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাস। প্রধান অতিথি হিসেবে ছিলেন তালা রিপোর্টাস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বি.এম জুলফিকার রায়হান। সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নারী প্রতিনিধি বিল্লু দাস, মুনমুন দাস, রিংকী দাস এবং সিডিএ কমলেশ মিস্ত্রি প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস’র সিডিএ লিটন সেন। জবা ক্রেডিট ইউনিয়নের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায়- ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নারীদের উপর সৃষ্ট অনলাইন-অফলাইন সহিংসতার ঝুঁকি বিষয়ে আলোচনা হয়। একই সাথে নারীদের অধিকার নিশ্চিত করা, বাল্য বিবাহ প্রতিরোধসহ সকল ধরণের সহিংসতা রোধের উপর আলোচনা হয়।
