সাতক্ষীরা রাত ১০:৪৫ সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালায় টিআরএম’র ক্ষতিপূরণ দাবীতে স্মারকলিপি প্রদান

    mir khairul alam
    সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
    Link Copied!

    তালা প্রতিনিধি: কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত জোয়ার-ভাটা তথা টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ প্রাপ্তির দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পাখিমারা টিআরএম বিলের ক্ষতিগ্রস্থ জমির মালিকদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়। একইদিনে তারা একই দাবীতে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন।
    স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে সরকার কর্তৃক তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম তথা জোয়ারাধার কার্যক্রম বাস্তবায়ন করে। আমরা উক্ত বিলের অধিগ্রহণকৃত জমির মালিক। বিলে টিআরএম বাস্তবায়নের দ্বারা বিশাল কপোতাক্ষ অববাহিকাকে জলাবদ্ধ মুক্ত করা সম্ভব হয়েছে। কিন্তু ব্যাপক ভোগান্তি হয়েছে পাখিমারা বিলের জামি মালিকদের।
    স্বারকলিপিতে আরও বলা হয়, ২০১১-১২ অর্থবছরে টিআরএম কার্যক্রমের আওতায় পাখিমারা বিলের চারিধারে পেরিফেরিয়াল বাঁধ নির্মাণ এবং বিলের সাথে জোয়ার-ভাটা যুক্ত করার জন্য সংযোগ খাল খনন করা হয়। ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ৬ বৎসর এ বিলের ১৫৬২ একর জমিতে জোয়ার-ভাটা কার্যক্রম চালু রাখা হয়। বিলে জোয়ার-ভাটা চালু রাখার মেয়াদ পর্যন্ত জমির মালিকদের ফসলের ক্ষতিপূরণ প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিলে ৬ বৎসর টিআরএম বাস্তবায়িত হয়েছে কিন্তু জমির মালিকদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে মাত্র ২ বৎসরের। অনুমোদিত অর্থ এবং ৪ বৎসর বরাদ্দ না পাওয়া টাকা সব মিলিয়ে সরকারের কাছে জনগণের পাওনা টাকার পরিমাণ প্রায় ৪৮ কোটি টাকা।
    বকেয়া এই ক্ষতিপূরণ পরিশোধ না করার কারণে উক্ত বিলে টিআরএম বন্ধ হয়ে গেছে এবং পলি দ্বারা কপোতাক্ষ নদ ভরাট হয়ে এলাকা আবারও জলাবদ্ধ কবলিত হয়ে পড়েছে। তাছাড়া ক্ষতিপূরণ প্রাপ্তির অনিশ্চয়তার কারনে পাখিমারা বিল ও অন্য এলাকার বিল অধিবাসীরা টিআরএম বাস্তবায়নে আগ্রহ হারিয়ে ফেলেছে। যার কারনে জলাবদ্ধতা সমস্যার তীব্রতা উত্তরোত্তর এলাকায় আরও বৃদ্ধি পাবে এবং এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এমতাবস্থায় যাতে তারা বকেয়া ক্ষতিপুরণের অর্থ দ্রুত পেতে পারে এবং নদীর নাব্যতা রক্ষার জন্য বিভিন্ন এলাকায় টিআরএম ব্যবস্থা আবার চালু হয় সেজন্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী জমি মালিকরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।