তালা প্রতিনিধি: নব-গঠিত তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির পরিচিতি সভা শুক্রবার (২২ আগস্ট) বিকালে সমিতির কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে সভার শুরুতে নব-গঠিত পূর্নাঙ্গ কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি বিশিষ্ট ঠিকাদার কল্যাণ বসু, সাবেক সাধারন সম্পাদক মোমিনুল বারী চান্টু, ঠিকাদার কল্যাণ সমিতির নেতা আবুল কাশেম, মীর্জা আতিয়ার রহমান, শিমুল, আনিছুর রহমান, ইলিয়াস হোসেন, ময়েজ উদ্দীন মাতুব্বর, রুহুল আমীন, বায়োজিত হোসেন, আকবর হোসেন, সৈকত, নয়ন, হিরক ও লিটন প্রমুখ। এসময় সদস্যদের প্রস্তাবের উপর ভিত্তি করে ঠিাকাদারদের কল্যাণে একাধিক সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
