বি. এম. জুলফিকার রায়হান : তালা উপজেলার পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর ২৪জন মেধাবী শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার বোর্ড ফি’র টাকা প্রদান করা হয়েছে। দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র সহযোগীতায়, বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে এবং লেটারেসী প্রকল্পের আওতায় এই অর্থ প্রদান করা হয়।
বোর্ড ফি প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তালা উপজেলা প্রাণি সম্পদ অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা ফিসের টাকা প্রদান উদ্বোধন করেন, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস ।
দলিত’র প্রকল্প সমন্বয়কারী ধরাদেবী দাস’র সভাপতিত্বে এবং দলিত’র প্রকল্প কর্মকর্তা নেপাল দাস’র পরিচালনায় এসময় সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, শিক্ষার্থী অন্তরা দাস,চৈতন্য দাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪জন দরিদ্র ও দলিত জনগোষ্ঠীর এসএসসি পরীক্ষার্থীকে তাদের পরীক্ষার ফিসের টাকা প্রদান করা হয়।
