তালা প্রতিনিধি: তালায় মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত বিএমজেড-পিটি প্রকল্পে আওতায় মার্কেট এ্যাক্টর/বায়ারদের সাথে প্রকল্পের উপকারভোগী সেল্ফ-রেলায়েন্ট গ্রুপ (এসআরজি) সদস্যদের লিঙ্কেজ বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ম্যালটিজার ইন্টারন্যাশনাল’র আর্থিক সহায়তায় সোমবার (৩ নভেম্বর) মুক্তি ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে অনুষ্টিত হয়। মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান। প্রকল্পের ওভারভিউ উপস্থাপনা করেন বিএমজেড-পিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অ্যাড. মো. মহিউদ্দিন মোল্যা।
লিঙ্কেজ সভায় অন্যান্যের মধ্যে মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার ঘোষ, রাজিব কুমার দাশ, মাসুদুর রহমান, আছলিমা খাতুন, নাদিরা পারভিন, মাদুর বুননের বায়ার যথাক্রমে মনোরঞ্জন সরকার ও তারক সরকার, শপিং ব্যাগের বায়ার কামরুল ইসলাম, সরিষার তৈল, নারিকেল তৈল ও হলুদের পাইকার বিপ্লব হোসেন, ঘি ট্রেডের বায়ার জয়দেব ঘোষ, উপকারভোগীদের মধ্যে আবু বকর মোড়ল, দিপঙ্কর দাশ, আহল্লাদ সরকার, স¦র্ণলতা বিশ্বাস, প্রতিমা মন্ডল ও সবিতা মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।
এসময়- মার্কেট এ্যাক্টর বা বায়ারগন এবং উৎপাদক তথা প্রকল্পের এসআরজি’র সদস্যবৃন্দ তাদের উৎপাদিত পণ্যের গুনগতমান, নিয়োমিত সরবারহ, ভ্যালু চেইন, নতুন বাজার সৃষ্টি বিষয়ে একে অপরের সাথ সরাসরি আলোচনা করেন। আলোচনা শেষে বাজারজাতকারী বায়াররা প্রতি সপ্তাহে সব মিলিয়ে কমপক্ষে ১০ লক্ষ টাকার পণ্য এসকল দরিদ্র নারী উৎপাদকদের কাছ থেকে ক্রয় করার ইচ্ছে পোষন করেন এবং সেভাবে ক্রয়াদেশ দেন।
সভায়- ট্রেড ভিত্তিক মার্কেট এ্যাক্টর/বায়ারগন (যেমন-শপিং ব্যাগ, মাদুর বুনন, শুকর পালন, বাঁেশর পণ্য, ঘি, সরিষার তৈল, নারিকেল তৈল ও হলুদের গুড়া তৈরি ও বাজারজাতকরণ ইত্যাদি), উৎপাদক তথা বিএমজেড-পিটি প্রকল্পের ট্রেড-ভিত্তিক এসআরজি’র নির্বাচিত সদস্যগন অংশগ্রহণ করেন।
