তালা প্রতিনিধি: তালায় মুক্তি ফাউন্ডেশন’র উদ্যোগে দু’দিন ব্যাপী কমিউনিটি পর্যায়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আরও ১৮শ’ গাছের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) সকাল থেকে দাতা সংস্থা ম্যালটিজার ইন্টারন্যাশনাল এর আর্থিক সহায়তায় ও মুক্তি ফাউন্ডেশনের বিএমজেড-পিটি প্রকল্পের আওতায় খলিষখালী ইউনিয়নের শৈব মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও দলুয়া মাধ্যমিক বিদ্যালয়, খেশরা ইউনিয়নের কেএসডি গার্লস্ হাই স্কুল, দক্ষিন সাহাজাতপুর ইউছুফগঞ্জ দাখিল মাদ্রাসা ও সাহাজাতপুর ইউছুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর মাঝে ১ হাজার ৮০০ টি গাছের চারা বিতরণ করা হয়। এসময় প্রতিজন শিক্ষার্থীকে ৩টি করে ফলজ বৃক্ষের (নারিকেল, আম ও পেয়ারা) চারা দেওয়া হয়।
গাছের চারা বিতরন উপলক্ষ্যে স্কুল পর্যায়ে চারা বিতরণ অনুষ্ঠানে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর, স্ব স্ব স্কুলের গভর্নিং বডির সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের গাছের চারা রোপনের সুবিধা উল্লেখ করে চারা রোপনের পরামর্শ প্রদান করেন।
প্রতিটি অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তি ফাউন্ডেশন’র বিএমজেড-পিটি প্রকল্প সমন্বযকারী মো. মহিউদ্দিন মোল্যা। এসকল অন্যান্যের মধ্যে মুক্তি ফাউন্ডেশনের উত্তম কুমার ঘোষ, রাজিব কুমার দাশ, মাসুদুর রহমান, আছলিমা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।
