তালা প্রতিনিধি: তালাসহ সাতক্ষীরা জেলার ১৩টি এনজিও এবং সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে গঠিত হাব- সমতা ফোরাম’র ত্রৈমাসিক সভা শনিবার (১৫ নভেম্বর) সকালে তালার ভূমিজ ফাউন্ডেশন’র সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়। একশন এইড বাংলাদেশ’র সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশন’র আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, হাব’র সভাপতি আনিচুর রহমান।
ভূমিজ ফাউন্ডেশন’র সুশিল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা, হাব’র সাধারন সম্পাদক রুপালী পরিচালক শফিকুল ইসলাম, সিডো পরিচালক শ্যামল কুমার, কোষাধ্যক্ষ সোমা সরকার, রুপালী প্রতিনিধি সাংবাদিক জুলফিকার রায়হান, প্রেসক্লাব প্রতিনিধি সেলিম হায়দার ও সেকেন্দার আবু জাফর বাবু, অন্ত্যজ পরিষদ নেতা ইমদাদুল হক, স্বরসতী দাস, নারী উন্নয়ন সংস্থা প্রতিনিধি লক্ষী সরকার ও নারগিস বেগম প্রমুখ। এসময় হাব’র অন্তর্ভুক্ত ১৩টি সংগঠনের ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় হাব’র পরবর্তী কর্ম-পরিকল্পনা বিষয়ে আলোচনা হয়।
