তালা প্রতিনিধি: তালা উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্যদের ২দিন ব্যপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। এরআগে, বুধবার (১০ সেপ্টেম্বর) একইস্থানে প্রশিক্ষন উদ্বোধন হয়।
রিইব’র আয়োজনে, নেটস বাংলাদেশ’র সহযোগীতায় এবং হোপ প্রকল্পের অধিনে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রিব’র প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ।
সভায় তালা উপজেলা সিএসও কমিটির উপদেষ্টা গাজী জাহিদুর রহমান, সভাপতি শাহানাজ পারভীন, সাধারন সম্পাদক চন্দ্রশেখর দাস, জেলা সিএসও সদস্য জুলফিকার রায়হান, চায়না দাস, তালা উপজেলা সদস্য ইমদাদুল ইসলাম, মিজানুর রহমান, আফজাল হোসেন, ছায়া বিশ্বাস, তারেক সরকার, রীতা হালদার, পলাশ দাস, সাগর দাস, দীপ্তি দাস ও আনন্দ দাস প্রমুখ বক্তব্য রাখেন।
প্রশিক্ষনে সাতক্ষীরা জেলা এবং তালা উপজেলা সিএসও’র সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায়- মানবাধিকার লংঘন, মানবাধিকার সুরক্ষা, নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধ সহ সার্বজনিন মানবাধিকার বিষয়ক আলোচনা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
