তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রানী সরকার রাতের আঁধারে শীতার্ত মানুষের বাড়ি বাড়ি ও বাজারে গিয়ে কম্বল বিতরণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। একজন প্রশাসনিক কর্মকর্তা হয়েও মাঠপর্যায়ে সরাসরি দুর্দশাগ্রস্ত মানুষের খোঁজ নেওয়ার তার এ উদ্যোগ সাধারণ মানুষের হৃদয় ছুঁয়েছে।
গতকাল শুক্রবার (২১ শে নভেম্বার) গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক দীপা রানী সরকার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী বাজার, নওয়াপাড়া বাজার, শুভাসুনী বাজার, কলিয়া বাজার ও তালা বাজার এলাকায় ঘুরে ঘুরে পথচারী, অসহায় শ্রমজীবী ও খোলা জায়গায় বসবাসকারী শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। শীতের রাতে প্রশাসনের সর্বোচ্চ নির্বাহীকে সরাসরি মানুষের পাশে দাঁড়াতে দেখে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও প্রশংসার ঢেউ ওঠে।
স্থানীয়রা জানান, শীতের তীব্রতা বাড়লেও অনেক অসহায় মানুষ কোনো ধরনের সহায়তা পাননি। ঠিক এমন সময় ইউএনও দীপা রানী সরকারের এই উদ্যোগ তাদের কাছে আশীর্বাদের মতো মনে হয়েছে। তিনি নিজে উপস্থিত হয়ে প্রত্যেকের কষ্টের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেন।
অল্প সময়ের মধ্যেই তালা উপজেলায় দায়িত্বগ্রহণ করে মাঠপর্যায়ে সক্রিয়তা, মানবিকতা ও দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের কারণে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। স্থানীয়রা মনে করেন, তার কর্মদক্ষতা ও আন্তরিকতা তালা উপজেলার প্রশাসনিক কাজকে নতুন মাত্রা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, অন্য উপজেলার মতো তালা উপজেলায়ও শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। গরীর, অসহায় ও ছিন্নমূল মানুষের দুঃখ কষ্ট লাগবে এখনই কিছু করার উপযুক্ত সময়। শীত চলে গেলে তো আর কম্বল দিয়ে লাভ নেই। সে কারণে ডিসি স্যারের নির্দেশে আগে ভাগেই বিতরণ শুরু করা হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিক ভাবে কম্বল বিতরণ করা হবে।
