দেবহাটা প্রতিনিধি : দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম’র সভাপতিত্বে ও সেক্রেটারী এ্যাডভোকেট একরামুল কবির বকুল’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম (মুকুল), সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলাইমান হোসেন, আব্দুল গফুর সরদার, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি (দক্ষিণ) আশিকুর রহমান আশিক সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
