সাতক্ষীরা রাত ১০:০৬ সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিশ্চিতকরণে ‘এনগেজ’ প্রকল্পের অবহিতকরণ সভা

    Editor
    সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধি:
    সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে চার বছর মেয়াদি ‘এনগেজ’ প্রকল্পের আনুষ্ঠানিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরাজ হোসাইন, উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসান হাবিব, শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

    সভায় স্বাগত বক্তব্য দেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার। পরে প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুর রহমান ‘Environmental Human Rights for a Just Transition: Strengthening Local CSOs – Transforming Climate Hotspots into Resilient Communities (ENGAGE)’ প্রকল্পের কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

    আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন বলেন, “প্রকল্পের কাজগুলো কিভাবে বাস্তবায়িত হবে এবং আগে কোনো জরিপ করা হয়েছে কিনা—সেটি জানা প্রয়োজন। এ প্রকল্পে দৃশ্যমান কিছু কার্যক্রম যুক্ত হলে তা আরও কার্যকর হবে। তবে বারসিকের কার্যক্রম সবসময়ই প্রশংসনীয়। আজকের সভার বিশেষ দিক হলো, শুরুতেই একটি সংক্ষিপ্ত নোট দেওয়ায় আলোচনা সহজ হয়েছে।”

    সভায় জানানো হয়, প্রকল্পটি খুলনার পাইকগাছা ও কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার মোট ২৪টি ইউনিয়নে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে প্রায় ২০ হাজার প্রান্তিক নারী-পুরুষ, যুব, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ উপকৃত হবেন।

    ‘এনগেজ’ প্রকল্প মূলত উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলা, প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, জীবনমান উন্নয়ন ও ঝুঁকি প্রশমনে কাজ করবে। এছাড়া প্রকল্পের আওতায় স্থানীয় নাগরিক সমাজ ও তরুণদের সম্পৃক্ত করে সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।