সাতক্ষীরা রাত ৯:১৯ রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  • ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এ ঘটনায় আহত -২

    mir khairul alam
    ডিসেম্বর ৭, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
    Link Copied!

    জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর পোড়াকাটলা গ্রামে শনিবার রাতের আধারে দীর্ঘদিনের ভোগদখলী ভুমিহীন পরিবারের জমি দখল করে নেয়া হয়েছে, এঘটনায় বাধা দিলে ভুমিহীন পরিবারের দুই সদস্য মায়া বেগম ও হামিদা বেগম গুরুত্বর আহত হয়। তারা বর্তমানে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় তাদের পক্ষ থেকে শ্যামনগর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
    এদিকে রোববার৭(ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মায়া বেগম ও হামিদা বেগম বলেন, আমরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন ০৯ বুড়িগোয়ালিনী ইউনিয়নের ০৭নং ওয়ার্ড পশ্চিম পোড়াকাটলা গ্রামের স্থানীয় ভূমিহীন হইতেছি। বুড়িগোয়ালিনী মৌজায় ০১ নং খতিয়ানে ২৯০০ নং দাগে ১.৫৮ একর খাল শ্রেণি জমি অবস্থিত। এই খাল শ্রেণির সম্পত্তি পশ্চিম পোড়াকাটলা গ্রামের মোঃ শওকাত আলী মোল্যার পুত্র মোঃ আফজাল হোসেন সরকারের নিকট থেকে রাজস্ব করাদি পরিশোধ পূর্বক দীর্ঘ ২০ বছর যাবৎ মৎস্য চাষাবাদের মাধ্যমে ভোগদখল করে আসতেছি। আমরা ভূমিহীন হিসাবে ঐ জায়গার উপর উৎপাদিত মৎস্য আয়ের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি।
    এমতাবস্থায় গত ০৬/১২/২০২৫ তারিখ রাত্র ১১টার দিকে মোঃ আফতাবুজ্জামান সহ স্থানীয় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা মোঃ রুস্তুম আলী ভাড়াটিয়া লোকজন নিয়ে ঐ জমিতে অন্যায় অনধিকার প্রবেশ করে বেড়জাল দিয়ে বিভিন্ন প্রজাতির উৎপাদিত মাছ ধরে নেয়,এসময় আমরা মোছাঃ মায়া বেগম (৪০) পিতা- মৃত গফুর মোল্যা ও মোছাঃ হামিদা বেগম (২৮) স্বামী- মোঃ আফজাল হোসেন, উভয়সাং- পশ্চিম পোড়াকাটলা, উপজেলা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা তাদের অবৈধ কার্যক্রমে বাধা সৃষ্টি করলে মোঃ আফতাবুজ্জামান ও মোঃ রুস্তুম আলী আমাদেরকে এলোপাতাড়ী ভাবে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে এবং পরিহীত কাপড় চোপড় টানা হেচড়া করে নারী সম্মান নষ্ট করে, মোঃ আফতাবুজ্জামান ও মোঃ রুস্তুম আলী সহ তাদের ভাড়াটিয়া লোকজন প্রকাশ্যে বলে যে, তারা যে কোন উপায়ে এই জায়গা দখল করে নিবে, তাতে বাধা সৃষ্টি করলে খুনজখম করবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে, এলাকায় থাকতে দিবে না মর্মে বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকি ধামকি প্রদান করে,আমরা মোঃ আফতাবুজ্জামান ও মোঃ রুস্তুম আলীর ভাড়াটিয়া লোকজনের কারনে চরম আতঙ্কে দিন অতিবাহিত করছি,এ ঘটনায় আমরা শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছি,আমরা আপনাদের লেখনির মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।