স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (৭ আগস্ট) নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যেয়ে এ শুভেচ্ছা জানান কলেজ ছাত্রদল নেতৃবৃন্দরা। এসময় শুভেচ্ছা বিনিময় করেন দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা রুন্টি, সদস্য সচিব শিমুল হোসেন, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ, দপ্তর সম্পাদক তানজির মতিন, সদস্য মেহেদী হাসান, সবুজ হোসেন, শামীম হোসেন সহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
