সাতক্ষীরা সদরের মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়েছে “জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা উন্নয়ন” বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও যুব পানি কমিটি আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে সচেতনতা অর্জন করছে।
“সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ (চতুর্থ ফেজ)” প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যুবসমাজকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলা, তাদের নদী ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং নদী অববাহিকায় টিআরএম চালু করতে সচেতনতা বৃদ্ধি করা।
২২ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে কর্মশালা, আলোচনা সভা ও নদী সংরক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। বিশেষজ্ঞ ও পরিবেশবিদদের উপস্থিতিতে তরুণরা নিজেদের দক্ষতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষার শপথ নিচ্ছে!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
