নিজস্ব প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা শহরের বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে সড়কে যানজটের সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিক পদক্ষেপে যানজট নিরসনের চেষ্টা করা হয়, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসে।
শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, মণ্ডপগামী ভক্ত ও সাধারণ মানুষের কারণে মূল সড়কগুলোতে ধীরগতিতে যান চলাচল করছে। বিশেষ করে শহরের নিউ মার্কেট মোড়, কাটিয়া, বাঁকাল মোড়সহ বেশ কিছু এলাকায় এ চিত্র ছিলো চোখে পড়ার মতো।
এ সময় যানজট নিরসনে সক্রিয় ভূমিকা পালন করেন সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ছোট (বাবু)। তিনি স্থানীয় তরুণদের সঙ্গে নিয়ে দ্রুত গাড়ি ও মানুষের চাপ নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হন।
ইমদাদুল হক ছোট (বাবু) বলেন, “ধর্মীয় উৎসবের সময়ে শহরে ভিড় ও যানজট স্বাভাবিক বিষয়। তবে তাৎক্ষণিক উদ্যোগ নিলে মানুষের দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব। আমরা চেষ্টা করেছি পূজায় আগত দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন।”
স্থানীয়রা জানান, তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার কারণে দীর্ঘস্থায়ী যানজট এড়ানো সম্ভব হয়েছে। সাধারণ মানুষও স্বস্তি প্রকাশ করেছেন।
পূজা উপলক্ষে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতারা দায়িত্ব পালন করছেন।
