নিজস্ব প্রতিনিধি:
উপকূলীয় জেলা সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় যাত্রীদের নির্বিঘ্ন ও আরামদায়ক ভ্রমণের সুযোগ তৈরি করতে ১০টি নতুন বাস নিয়ে যাত্রা শুরু করেছে ‘পথিক ট্রাভেলস’। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় থেকে প্রতিদিন একাধিক ট্রিপে চলবে প্রতিষ্ঠানটির আধুনিক কোচ ও এসি বাস। যশোর-নড়াইল হয়ে পদ্মা সেতু পেরিয়ে সরাসরি ঢাকার আব্দুল্লাহপুর পর্যন্ত চলাচল করবে এসব বাস।
দীর্ঘদিন ধরে সাতক্ষীরা থেকে ঢাকাগামী যাত্রীদের আরামদায়ক ও নির্ভরযোগ্য পরিবহনের অভাব ছিল। ‘পথিক ট্রাভেলস’-এর এই নতুন সংযোজন যাত্রীদের জন্য সময় ও খরচ—দুই দিক থেকেই আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির সাতক্ষীরা অফিস সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে সাতক্ষীরা থেকে ঢাকার আব্দুল্লাহপুরগামী পাঁচটি এবং ঢাকাগামী চারটি কোচ নিয়মিত চলাচল করবে। সাতক্ষীরা থেকে ঢাকাগামী কোচগুলোর সময়সূচি হলো, সকাল ৭:৪৫ মিনিট (নন-এসি), সকাল ৮:৪৫ মিনিট (এসি), সকাল ১০:১৫ মিনিট (নন-এসি), রাত ৯:৩০ মিনিট ও রাত ১০:৪৫ মিনিট (নন-এসি)। ঢাকা (আব্দুল্লাহপুর) থেকে সাতক্ষীরাগামী কোচ ছেড়ে যাবে সকাল ৭:৩০ মিনিট, সকাল ১০:৩০ মিনিট, সন্ধ্যা ৬:৩০ মিনিট ও রাত ৯:৩০ মিনিটে। রুট নির্ধারণ করা হয়েছে সাতক্ষীরা (সঙ্গীতা মোড়) – কলারোয়া – নাভারন – যশোর – নড়াইল – পদ্মা সেতু – ধোলাইপাড় – যাত্রাবাড়ি – মালিবাগ – আব্দুল্লাহপুর এবং বিপরীত দিকেও একইভাবে।
সাতক্ষীরা-আব্দুল্লাহপুর রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে নন-এসি ৬০০ টাকা, এসি ৭৫০ টাকা। যাত্রীরা সরাসরি সাতক্ষীরা অফিসে বা অনলাইনে টিকিট বুক করতে পারবেন। যোগাযোগের জন্য সাতক্ষীরা অফিস: ০১৬৪৩-৬৪৯৬০৫, ০১৭১০-৬১৭০০৫; মানিকনগর (যাত্রাবাড়ি): ০১৭৯১-৩৭৭৩৬৯; আব্দুল্লাহপুর অফিস: ০১৮৮৬-০০৮৩০৬।
‘পথিক ট্রাভেলস’-এর সাতক্ষীরা কাউন্টারের পরিচালক মো. সোহেল বলেন, “সাতক্ষীরার মানুষকে উন্নত পরিবহন সেবা দিতে আমাদের এই উদ্যোগ। যাত্রীদের আরাম, সময় সাশ্রয় ও নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। ভবিষ্যতে ঢাকার অন্যান্য এলাকায়ও সার্ভিস সম্প্রসারণ করা হবে। যাত্রীসাড়া ভালো থাকলে দ্রুতই আরও কয়েকটি এসি কোচ যুক্ত করা হবে।” তিনি আরও জানান, “ইতোমধ্যে অনলাইন বুকিং সিস্টেমে ডিজিটাল পেমেন্ট সুবিধা চালু করা হয়েছে, যাতে যাত্রীরা সহজে মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারেন।”

