সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কেন্দ্রীয় বিএনপি নেতা ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. মো. শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে টানা সপ্তম দিনের মতো সাতক্ষীরার ৩ আসনের বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া বাজারে শ্রীউলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এময় বক্তব্য দেন, বিএনপি নেতা ইউপি সদস্য ইয়াছিল আলী, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মেহেদি হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক দ্বীন মোহাম্মদ, ইউনিয় ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মোহাব্বাস প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “ডা. শহিদুল আলম কোনো ব্যক্তি নির্ভর রাজনীতির নাম নয়, তিনি সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। গরিব-দুঃখী মানুষের পাশে থেকে নিজের অর্থে চিকিৎসা দিয়ে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এমন একজন নেতাকে উপেক্ষা করলে দল জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।”
বক্তারা আরও বলেন, “ভুল মনোনয়ন দিলে এই আসনটি হারাবে বিএনপি। তাই অবিলম্বে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে।”
এ সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কেন্দ্র যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে, তবে রাজপথই হবে আমাদের শেষ আশ্রয়। আমরা রাজপথে থেকেই দাবির বাস্তবায়ন আদায় করব।”
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান দেন “কাজী নয়, শহিদুল চাই”, “গরিবের ডাক্তারকে মনোনয়ন দাও”, “হটাও কাজী, বাঁচাও ধানের শীষ।”
বিক্ষোভে শ্রীউলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নাকতাড়া বাজার এলাকা।
স্থানীয় বিএনপি নেতারা জানান, ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়া হলে আন্দোলন আরও তীব্র করা হবে।
