খুলনা:
ম্যাটস শিক্ষার্থীদের অধিকার আদায় ও সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে “সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ”-এর খুলনা বিভাগীয় শাখার ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে সাতক্ষীরা ম্যাটসের নাগিব মাহফুজ এবং সাধারণ সম্পাদক হিসেবে ঝিনাইদহ ম্যাটসের আবু বকর সিদ্দিক দায়িত্ব পেয়েছেন।
কমিটি গঠনের পটভূমি:
গত ১৬ জুলাই ২০২৪ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এই কমিটি এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করে। অনুমোদনপত্রে স্বাক্ষর করেন কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সিনিয়র সমন্বয়ক মোঃ মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত (হাসিব) এবং আহসান হাবিব।
গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি: নাগিব মাহফুজ (সাতক্ষীরা )
সাধারণ সম্পাদক: আবু বকর সিদ্দিক (ঝিনাইদহ ম্যাটস)
সহ-সভাপতি: মোঃ রাকিব শরিফ (বাগেরহাট), মোঃ নকিবুর রহমান (খুলনা), সাকিফ আহমেদ (সাতক্ষীরা)
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ তুর্জাউন রহমান (কুষ্টিয়া), সামি উন নবি (ঝিনাইদহ)
সাংগঠনিক সম্পাদক: আল ফাহিম আরাফাত (বাগেরহাট)
দপ্তর সম্পাদক: শেখ রিয়াজ কবির(ম্যাটস,খুলনা)
অর্থ সম্পাদক: মুনজুর রহমান মুন
কমিটিতে আরও রয়েছে সহ-সাংগঠনিক সম্পাদক,উপ- দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সহ-অর্থ সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদকসহ মোট ২১ জন সদস্য।
কেন্দ্রীয় পরিষদ আশা প্রকাশ করেছে, নতুন কমিটির নেতৃত্বে খুলনা বিভাগে ম্যাটস শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে এবং সংগঠনকে গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।
