সাতক্ষীরা রাত ১০:১৭ রবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

     সুন্দরবনের ওপর নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান  

    mir khairul alam
    অক্টোবর ২৬, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
    Link Copied!

     

    “সুন্দরবনে মৎস্যজীবীদের জন্য টেকসই মৎস্য সম্পদ ও জলবায়ু পরিবর্তন অভিজোযনের লক্ষে ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা” প্রকল্পের আওতায় মেরিডিয়ান ইনস্টিটিউট-এর সহযোগিতায় ও লিডার্স-এর আয়োজনে সুন্দরবনের ওপর নির্ভরশীলতা হ্রাস ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এক অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান লিডার্স-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গত জুন ২০২৫-এ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপকারভোগীদের মাঝে প্রথম কিস্তিতে ১০,০০০ টাকা করে সহায়তা প্রদান করা হয় এবং আজ দ্বিতীয় কিস্তিতে আরও ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা করে ১০ জন উপকারভোগী নারীর মধ্যে মোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোঃ হাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর মোঃ রবিউল ইসলাম, ৭ নং মুনসিগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর মোঃ জিয়াউর রহমান, এবং সুন্দরবন প্রেসক্লাবের সদস্য আব্দুর রশিদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্স-এর ZSP প্রকল্পের টিম লিডার অসিত মণ্ডল, ব্লু কার্বন প্রকল্পের এ্যাকাউন্ট্যান্ট মিলন মণ্ডল, এবং লিডার্স-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সুন্দরবনের সম্পদ রক্ষা ও টেকসই জীবিকা সৃষ্টিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিডার্স-এর এই উদ্যোগ নিঃসন্দেহে সুন্দরবননির্ভর মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।” বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে প্রকল্পটির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপকারভোগীরা লিডার্স ও প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিকল্প আয়ের মাধ্যমে নিজেদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।