সাতক্ষীরা রাত ৪:১৬ মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্রদের মোমবাতি প্রজ্জলন

    mir khairul alam
    নভেম্বর ৫, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ
    Link Copied!

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার নলতায় বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ৬ দফা দাবিতে মোমবাতি প্রজ্জলন, লিফলিট বিতরণ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধা ৭টায় নলতায় ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএসটি) ক্যাম্পাস চত্বরে মোমবাতি প্রজ্জলন শেষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

    মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা বিভিন্ন রোগের পরীক্ষা-নিরিক্ষা করি বলে অসুস্থরা ডাক্তারদের নিকট থেকে সঠিক চিকিৎসা নিতে পারে। আমাদের বিভাগ যদি ১দিন দায়িত্ব থেকে কর্মবিরতি গ্রহন করে তাহলে সারাদেশে বহু মানুষ সঠিক চিকিৎসা না পেয়ে মৃত্যুবরন করবে। যার দায়ভার নেওয়ার কেউ নেই। আমরা বিভিন্ন সময়ে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্রদের যে বৈষম্যের শিকার হতে হয়েছে তার তীব্র প্রতিবাদ জানায় এবং ভবিষ্যতে যেনো তারা আর বৈষম্যর শিকার হতে না হয় এবং দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে দাবিতে তারা ৬ দফা দাবি পেশ করেছে।

    দাবিগুলো: (১) স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে। (২) ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থা করতে হবে, পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। (৩) গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট-আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। (৪) ঢাকা আইএইচটি-কে “বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি” নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং উক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সকল আইএইচটি সমূহের জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। (৫) মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। (৬) বি ফার্ম সহ সকল অনুষদের বিএসসি, ওএমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

    এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের জেলা আহবায়ক তানভীর ফুয়াদ, সদস্য সচিব রতন হোসেন, শাকির হোসেন, আল আমিন, মুসানুর রহমান, আহসানা রিমি হাবিবা, জুলি আক্তার, সজিব, রিমকি, ইভা, আমিনুর রহমান, ওমরান, নিলয়, উজায়ের, মেহরাব, তামিম, আনিছুর রহমান, প্রিতম প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।