সাতক্ষীরা রাত ২:৫৩ সোমবার , ১১ নভেম্বর ২০২৪
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে রৌপ্য গহনা উদ্ধার করেছে বিজিবি

    mir khairul alam
    নভেম্বর ১১, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ
    Link Copied!

    সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তে অভিযান চালিয়ে ৬.১১৫ কেজি ওজনের ভারতীয় রূপার গহনা আটক করেছে বিজিবি।রোববার (১১ নভেম্বর) তলুইগাছা সীমান্তের চারাবাড়ী এলাকা থেকে ওই রূপার গহনা আটক করা হয়। আটক রূপার গহনার আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৯৮ হাজার ৯০৫ টাকা।
    বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে রূপার একটি চালান ভারত হতে বাংলাদেশে পাচার হয়ে আসবে।
    উক্ত সংবাদ প্রাপ্তির পর তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি আভিযানিকদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ০১ আরবি হতে ১০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে চারাবাড়ী নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।
    আনুমানিক সকাল সাড়ে ৮টায় কতিপয় ব্যক্তিকে ব্যাগ হাতে করে সীমান্তের দিক থেকে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে চোরাকারবারীরা ব্যাগ ফেলে দ্রুত ঘন জঙ্গল দিয়ে পালিয়ে যায়।
    পরবর্তীতে বিজিবি আভিযানিকদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে স্কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬ কেজি ১১৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করে।
    এ ব্যাপারে কলারোয়া থানায় সাধারণ ডায়েরী করে কোর্ট আদেশ গ্রহণ করতঃ উদ্ধারকৃত রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।