সাতক্ষীরা রাত ৪:০৮ বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সরকারি কেবিএ কলেজের মনোবিজ্ঞান বিভাগীয় প্রধান এর বিদায় সংবর্ধনা

    mir khairul alam
    নভেম্বর ১৪, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ
    Link Copied!

    দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের মনোবিজ্ঞান বিভাগীয় প্রধান ও শিক্ষক পর্ষদ সম্পাদক আলহাজ্জ এ এস এম মিজানুর রহমান (কাজল) এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার ১৪ নভেম্বর কলেজের আইসিটি হল রুমে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআরএল এ যাওয়ার পূর্বে শেষ কর্মদিবসে উপনীত হওয়া মনোবিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ এ এস এম মিজানুর রহমান।

    জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মো: আবু তালেব এর সঞ্চালনায় অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: মনিরুল ইসলাম, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, ইংরেজি বিভাগীয় প্রধান মো: শাহানুর রহমান, কৃষি শিক্ষা বিভাগের প্রধান মো: আব্দুর রহমান এবং অত্র কলেজের প্রাক্তন ছাত্র ও ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন)।

    এ সময় সংবর্ধিত শিক্ষক এ এস এম মিজানুর রহমান এর একমাত্র কন্যা ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী প্রভা এবং কলেজের বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    যশোর থেকে ১৯৯৩ সালের ১৫ নভেম্বর অত্র কলেজে মনোবিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করতে আসা অত্যন্ত সাদা মনের মানুষখ্যাত এ এস এম মিজানুর রহমান নানা গুনের কথা তুলে ধরে তার ভবিষ্যৎ জীবনের সুস্থতা ও মঙ্গল কামনা করেন সহকর্মীবৃন্দ।

    পাশাপাশি তিনিও সকলের নিকট তার ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া প্রার্থনা করেন।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত শিক্ষক কর্মকর্তা আলহাজ্জ এ এস এম মিজানুর রহমান কে কলেজের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সভাপতির সমাপনী বক্তব্য পরবর্তী ফুলেল শুভেচ্ছা ও কিছু উপহার সামগ্রী প্রদান করার পাশাপাশি ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন) ও বিদায়ী শিক্ষককে উপহার প্রদান করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।