সাতক্ষীরা রাত ২:৪৬ শনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরায় কৃষকদের মাঝে বিনামূল্যে লবণাক্ত সহনশীল জাতের বীজ বিতরণ

    mir khairul alam
    নভেম্বর ৩০, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ
    Link Copied!

     

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলীয় এলাকায় উন্নতজাতের ফসল চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে  লবণাক্ত সহনশীল বিভিন্ন জাতের ফসলের বীজ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


    শুক্রবার  (২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রে এই  মতবিনিময় সভা ও বীজ বিতরণ কাযক্রম অনুষ্ঠিত হয়।

    বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীরের সঞ্চালনায় বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: আবু জুবাইর হোসেন বাবলু।  

    বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (প্রশাসন ও পরিচর্যা)  ড. মোঃ আব্দুল লতিফ, ব্রি সাতক্ষীরার সিএসও ও প্রধান ড. মোঃ সাজ্জাদুর রহমান, বারি খুলনার এসএসও ও প্রধান মোঃ কামরুল ইসলাম, বারী সাতক্ষীরার এসএসও ও প্রধান ড. শিমুল মণ্ডল প্রমুখ।

    এসময় অতিরিক্ত সচিব মো: আবু জুবাইর হোসেন বাবলু বলেন, আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। এজন্য উন্নত জাতের ফসল উৎপাদনে কাজ করছে কৃষি বিভাগ। উপকূলীয় এলাকায় বিভিন্ন ফসল চাষাবাদের লক্ষ্যে গবেষণা কার্যক্রম অব্যহত রয়েছে। ফসল চাষ বৃদ্ধির জন্য কৃষকদের বিনামূল্যে উন্নত জাতের ফসলের বীজ বিতরণ করা হচ্ছে।

     

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।