দেবহাটা প্রতিবেদক: দেবহাটা সদর ইউনিয়নে নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে ঘলঘলিয়া সাইক্লোন সেন্টার প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, সুশীলনের আয়োজনে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ বিতরণ করা হয়। এ বিতরণ উদ্বোধন করেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন (বকুল)। উপস্থিত ছিলেন দেবহাটা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম মোল্যা, রত্নেশ্বরপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জুলফিকার আলী, সুশীলন এরিয়া প্রোগ্রাম কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান (রিপন)। উল্লেখ্য যে, দেবহাটা ইউনিয়নে মোট ৯৯৪ জন শিশু পরিবারের মধ্যে (ঘলঘলিয়া ও দেবহাটা) গ্রামে একই সময়ে ৫২৮ জন শিশু পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেবহাটা ইউনিয়নে নিবন্ধিত ও কমিউনিটির মোট ৯৯৪ জনের মধ্যে বাকি নিবন্ধিত শিশু ৪৬৬ জন শিশুদের মাঝে বৃহস্পতিবার এ কম্বল বিতরণ করা হবে। যার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ১০ জন শিশু রয়েছে।