স্টাফ রিপোর্টার: দেবহাটায় তারুণ্যে উৎসব উৎযাপন উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেবহাটা হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
১৭ জানুয়ারি খেলাটি শুরু হয়। এতে ৫ ইউনিয়ন ও উপজেলা পরিষদের সমন্বয়ে গঠিত ক্রিকেট টুর্ণামেন্টে ৬ টি দল অংশ গ্রহন করে। ফাইনাল ম্যাচে নোয়াপাড়া ইউনিয়ন এবং পারুলিয়া ইউনিয়ন অংশ গ্রহন করে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নোয়াপাড়া ইউনিয়ন। ১৪ ওভার ব্যাট শেষে পারুলিয়া ইউনিয়নকে ১৮৯ রানের তার্গেট দেয় নোয়াপাড়া ইউনিয়ন। পারুলিয়া ইউনিয়ন ১৩ তম ওভারে ১৮৯ রান সম্পন্ন করে বিজয়ী হয়।
এদিকে ফাইনাল খেলা চলাকালীন শুভেচ্ছা বিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন ও মুখপাত্র মোহিনী পারভীন।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহরীর সিদ্দিকী, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাঈন, আইসিটি অফিসার ইমরান হোসেন, উপজেলা একাডেমী সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আমিনু রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার সহ সংগঠক রায়হান কবির, মুজাহিদ বিন ফিরোজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার সদস্য রতনা পারভীন, জাহিদ হোসেন, ইমরান, দেবহাটা উপজেলার রনি ইসলাম সহ আরো অনেক সাধারণ শিক্ষার্থীরা।