সাতক্ষীরা বিকাল ৫:১৬ বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  • ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ২০শে শাবান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালায় মিথ্যা মামলা দিয়ে ইউপি সদস্যকে হয়রানীর অভিযোগ

    mir khairul alam
    জানুয়ারি ২৩, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
    Link Copied!

    তালা প্রতিনিধি: তালা উপজেলার চরগ্রামে বিলের জমি ও বোরো চাষের জন্য ব্যবহৃত সেচের বোরিং দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে হাতাহাতি হয়। এঘটনায় গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী ফজিলা বেগম বাদী হয়ে তালা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্থানীয় ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য তকিম সরদারকে আসামী করা হয়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার একটি মহল পরিকল্পিতভাবে ইউপি সদস্য তকিম সরদারকে আসামী করেন এবং তাঁর বিরুদ্ধে নানান অপপ্রচার শুরু করে বলে অভিযোগ ওঠে। এঘটনার পর থেকে বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়।

    একপর্যায়ে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা শুরু হয় এবং ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে বুধবার সালিসসভা অনুষ্ঠিত হয়। গ্রামের অর্ধশতাধিক মানুষের উপস্থিতিতে অভিযোগের বাদী ফজিলা বেগম সভায় জানান, জমি এবং বোরিং ঘর নিয়ে আমাদের মাঝে বিরোধ ও হাতাহাতি হলে ইউপি সদস্য তকিম সরদার সেই বিরোধ মিমাংশা করে দেন। কিন্তু থানায় দায়ের করা অভিযোগে ভুলবশত তাকে বিবাদী করা হয়, যা আমি করতে চাইনি। অভিযোগের বাদী ফজিলা বেগম আরও জানান, সেসময়ে মানষিক চাপে থাকা সহ নানান কারনে ভালভাবে না দেখেই অভিযোগের কাগজে স্বাক্ষর করেন। এই সুযোগে অভিযোগপত্র থানায় জমা দিয়ে ইউপি সদস্য তকিম সরদারকে হয়রানীর চেষ্টা সহ সামাজিকভাবে তাকে অপদাস্থ করা হবে তা জানতাম না।

    ভুক্তভোগী ইউপি সদস্য তকিম সরদার জানান, চরগ্রামের মো. মাজেদ মোড়ল’র স্ত্রী ফজিলা বেগমের সাথে জমি ও বোরিং ঘর নিয়ে গ্রামের মৃত. কওছার শেখ’র ছেলে শাহাদাৎ শেখ ও রাজ্জাক শেখ’র বিরোধ ছিল। এনিয়ে থানা সহ গ্রাম্যভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মিমাংশা করা হয়। কিন্তু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাকে হয়রানী ও অপদাস্থ করার জন্য আমাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে এবং নানান অপপ্রচার করতে থাকে। এনিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হলে বুধবার আমরা সকলে একত্রে বসি এবং ফজিলা বেগম ও শাহাদাৎ গংদের মাঝের বিরোধ স্থায়ী নিষ্পত্তি হয়। একইসাথে ফজিলা বেগম মিথ্যা অভিযোগটি প্রত্যাহার করে নিয়ে সকলে শান্তিপূর্ন বসবাসের জন্য অঙ্গীকার করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।